১১ বৈশাখ, ১৪৩১ - ২৪ এপ্রিল, ২০২৪ - 24 April, 2024
amader protidin

ঘোড়াঘাটে কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে অনিয়মের অভিযোগে মানববন্ধন

আমাদের প্রতিদিন
10 months ago
112


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ কামানডুবা ঘাট ব্রীজ নির্মাণে নানা অনিয়মের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টায় সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও আব্দুল মান্নানের সঞ্চালনায় অনিয়মের অভিযোগ করে বক্তারা বলেন, প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ব্রীজের গাইড ওয়াল নির্মাণে নিম্নমানের কাজ, কোনো ধরনের ভিত্তি না বসিয়ে আলগা মাটিতে ওয়াল নির্মাণ, ব্রীজের নীচ থেকে মাটি খনন, ব্রীজের দুই ধারে ও রাস্তা নির্মাণে মাটি দাবানোর জন্য রোলার ব্যবহার না করা সহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে। বক্তারা আরও বলেন, এ কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকৌশলী কার্যালয় থেকে সঠিক ভাবে তদারকি না করায় ঠিকাদারি প্রতিষ্ঠান এ ধরনের  অনিয়মের সুযোগ পেয়েছে। এ সময় বক্তারা সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এ সময়  এলাকার শতাধিক লোকজন, উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম ফর সাপোর্টিং রুর‌্যাল ব্রীজেস কর্মসূচীর আওতায় বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ৪,৮৩,৭৭,৭৩৭/- টাকা চুক্তি মুল্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনিক কনস্ট্রাকশন প্রাইভেট লিমিডেট ও মেসার্স খান এন্টার প্রাইজ এন্ড আরএস এন্টার প্রাইজ গত ৩০ জুলাই ২০২০ইং তারিখে কাজ শুরু করেন। কার্যাদেশ অনুযায়ী গত ৫ মার্চ ২০২২ইং তারিখে কাজ সমাপ্তি হওয়ার কথা ছিল।

 

 

সর্বশেষ

জনপ্রিয়