৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

সুন্দরগঞ্জে জনতা ব্যাংক অন্যত্র স্থানান্তরের অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন

আমাদের প্রতিদিন
10 months ago
158


সুন্দরগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মীরগঞ্জ বাজারে অবস্থিত জনতা ব্যাংক লিমিটেড শাখাটি জনমত উপেক্ষা করে অন্যত্র সরিয়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার দিকে মীরগঞ্জ বাজার জনতা ব্যাংকের সামনে সুন্দরগঞ্জ-মীরগঞ্জ-রংপুর আঞ্চলিক সড়কে ব্যবসায়ী, এলাকাবাসী এবং সাধারণ জনগণের ব্যানারে জনতা ব্যাংক, মীরগঞ্জ শাখাটি সুন্দরগঞ্জ বাজারে সরিয়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হাজারো মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল- মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান হাবিব মাসুদ, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, পৌরসভার ১ নং ওয়ার্ডের আ'লীগ সভাপতি শাহ সুলতান আহমেদ, প্যানেল মেয়র সামিউল ইসলাম। বক্তারা বলেন, সুন্দরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হচ্ছে মীরগঞ্জ বাজার। সেখান থেকে ব্যাংকটি অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করা ষড়যন্ত্রেরই অংশ। যেখানকার ব্যবসায়ীরা কোটি কোটি টাকার ব্যবসা করেন। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ব্যবসায়ীরাসহ এলাকার সুধীজনদের সাথে আপনারা বসতে পারতেন। বাসা সমস্যা মনে হলে তিন মাসের মধ্যে ভবনও করে দেওয়া হবে। তবুও অন্যত্র ব্যাংক যেতে দিতে পারি না। যদি এরপরও চেষ্টা করা হয় তবে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ধনাঢ্য ব্যবসায়ী ননী গোপাল সরকার নিমাই ও জীবন সাহাসহ ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকে গেলে গ্রাহকদের মানুষ বলে মনে করেন না কর্মকর্তারা। দুর্ব্যবহার করেন আমাদের সাথে। অন্য ব্যাংকগুলো যেখানে অফিসে গেলে চায়ের দাওয়াত দেন, সম্মান দিয়ে কথা বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমানত ও ঋণ গ্রহণের বিষয়ে উৎসাহিত করেন সেখানে এই ব্যাংকের ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তারা বড় বড় ব্যবসায়ীদের নিকট যাওয়া তো দূরের কথা, তারা উপর তলা থেকেই নামেন না। আমাদের নিয়ে বসেন, সমস্যা নিয়ে কথা বলেন সমাধান হয়ে যাবে। কিন্তু মীরগঞ্জ থেকে সুন্দরগঞ্জে স্থানান্তরের অপচেষ্টা করবেন না।

মানববন্ধনে আগত গণমাধ্যমকর্মীরা দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলেও ব্যাংকে প্রবেশ করতে বাধা দেওয়াসহ কথাও বলতে চাইলেন না গাইবান্ধা থেকে পরিদর্শনে আসা এক কর্মকর্তা।

সর্বশেষ

জনপ্রিয়