১২ বৈশাখ, ১৪৩১ - ২৬ এপ্রিল, ২০২৪ - 26 April, 2024
amader protidin

রংপুরে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
10 months ago
228


নিজস্ব প্রতিবেদক:

রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির সেইফটি সেলের আয়োজনে ও এফবিসিসিআই সেইফটি সেল ও আইএলও এর সার্বিক সহযোগিতায় পেশাগত সেইফটি ও স্বাস্থ্য দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল শনিবার সকাওে  রংপুর চেম্বারের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয় রংপুরের সহকারী মহাপরিদর্শক (স্বাস্থ্য) মোহাম্মদ এম এইচ মনিরুজ্জামান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রংপুরের সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী।

বক্তারা বলেন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা প্রতিটি শ্রমিকের আইনগত অধিকার। নিজের স্বাস্থ্য সুরক্ষা নিজেরই নিশ্চিত করতে হবে। সরকার দেশের সকল শ্রমজীবী মানুষের পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এজন্য সরকারের পাশাপাশি শ্রমিক ও মালিকসহ সকলকে এগিয়ে আসতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সেইফটি নিশ্চিত করা গেলে মালিক ও শ্রমিক উভয় পক্ষই লাভবান হবেন এবং দেশ আরো এগিয়ে যাবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রংপুর চেম্বার পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ, বিভিন্ন কল কারখানার সইফটি কমিটির সদস্যবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়