২০ আশ্বিন, ১৪৩০ - ০৫ অক্টোবর, ২০২৩ - 05 October, 2023
amader protidin

মহাকাশ স্টেশনে বেসামরিক নভোচারী পাঠালো চীন

আমাদের প্রতিদিন
4 months ago
65


আন্তর্জাতিক ডেস্ক :

দুই বছরের মধ্যে পঞ্চম দফায় নিজেদের মহাকাশ স্টেশনে নভোচারী পাঠিয়েছে চীন। মঙ্গলবার গোবি মরুভূমি থেকে মহাকাশযান শেনঝু-১৬ এর মাধ্যমে তিয়ানগং মহাকাশ স্টেশনে যাত্রা করেন তিন নভোচারী। এদের মধ্যে এক জন বেসামরিক নভোচারীও রয়েছেন।

তিনটি মডিউল সমন্বিত মহাকাশ স্টেশনটির কাজ গত বছরের শেষের দিকে সম্পূর্ণ হয়েছিল। মহাকাশ স্টেশনটির জন্য ২০২১ সালের এপ্রিল থেকে ১১টি ক্রু ও ক্রুবিহীন মিশন চালিয়েছে চীন।

স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে চীনের উত্তরাঞ্চলের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শেনঝু-১৬ মহাকাশযানটি যাত্রা করে।

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনটি পৃথিবী থেকে ৪৫০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। তিয়ানগং শব্দটির অর্থ ‘স্বর্গীয় প্রাসাদ’। এই স্টেশনটি পৃথিবীর নিম্ন কক্ষপথে ১০ বছর অবস্থান করবে বলে আশা করা হচ্ছে।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে চীনের ‘মহাকাশের স্বপ্ন’ বাস্তবায়ন শুরু হয়। মহাকাশে স্টেশন স্থাপনের পর চীন চাঁদে একটি ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে। ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে কাজ করছে বেইজিং।

সর্বশেষ

জনপ্রিয়