৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

আর্জেন্টিনার বিদায়, ব্রাজিল কোয়ার্টারে

আমাদের প্রতিদিন
10 months ago
133


স্পোটর্স ডেস্ক:

অঘটনের জন্ম দিয়ে বিদায় নিল আর্জেন্টিনা। ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোতে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে হার মানে মেসি-মারিয়াদের শিষ্যরা। অপরদিকে, তিউনিসিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসেছে আর্জেন্টিনায়। গ্রুপ পর্বের সব ম্যাচেই দাপট দেখিয়ে জয় পেয়েছিল মেসি-মারিয়াদের শিষ্যরা। তবে কোয়ার্টার ফাইনালে এসে হেরে যায় নাইজেরিয়ার বিপক্ষে, আস্থার প্রতিদিন দিতে পারেননি তারা। এর আগে দুই দলের দুবারের মুখোমুখি দেখাতে জয় ছিল না নাইজেরিয়ার। ৬১ মিনিটে বেজি মুহাম্মদ এবং অতিরিক্ত সময়ে সারকির গোলে হার মানে আর্জেন্টিনা।

বুধবার (৩১ মে) রাতে শেষ ষোলর খেলায় তিউনিসিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। আর্জেন্টিনার দিয়েগো আরমান্দো স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে সেলেসাওদের হয়ে জোড়া গোল করেছেন আন্দ্রে সান্তোস।

৩১ তম মিনিটে ব্রাজিলকে ২-০ গোলে এগিয়ে দেন আন্দ্রে সান্তোস। ২-০ গোলে পিছিয়ে পড়ে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে তিউনিসিয়া। কিন্তু এলোপাথাড়ি আক্রমণ থেকে কোনো ফলাফল মিলছিল না দলটির। ব্রাজিল দল ভুল করে ৪৫ তম মিনিটে। প্রথমার্ধ যখন প্রায় শেষের পথে তখনই তিউনিসিয়ান ফরোয়ার্ডকে ফাউল করে লাল কার্ড দেখেন রবার্ট রেনান। ফলে ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল।

১০ জনের ব্রাজিলকে পেয়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের পর আক্রমণ করেছে তিউনিসিয়া। তবে ব্রাজিলের রক্ষণভাগের দৃঢ়তা এবং তিউনিসিয়ানদের বোঝাপড়ার অভাবের কারণে গোল করতে ব্যর্থ হয়েছে তারা। উল্টো অতিরিক্ত সময়ে আরও দুই গোল হজম করে বসে দলটি।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ব্রাজিলের তৃতীয় গোলটি করেন ম্যাথিউস মার্তিনস। ইনজুরি টাইমের দশম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আন্দ্রে সান্তোস। ম্যাচের শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন মাহমুদ ঘোরবেল।

সর্বশেষ

জনপ্রিয়