ফুলবাড়ীতে বিপুল পরিমান মাদকসহ নারী গ্রেপ্তার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবার বিকল্প মাদকদ্রব্য টাপেন্টাডলসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীকে আজ শনিবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, এস আই জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার শেষ বিকালে উপজেলার গজেরকুটি বানিয়াটারী এলাকা থেকে ইয়াবার বিকল্প মাদকদ্রব্য টাপেন্টাডল ১ হাজার ৫০ পিসসহ হাতেনাতে এক নারীকে আটক করে। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ইসরাইল হোসেনের স্ত্রী সুমনা আক্তার সাথী (২৭)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।