১৪ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

কুড়িগ্রামে রেলের গাছ কেটে মাটি ভরাট করে দখলবাজি

আমাদের প্রতিদিন
9 months ago
181


কুড়িগ্রাম অফিস:

কুড়িগ্রাম শহরের উপকণ্ঠে খলিলগঞ্জ খেজুরের তল এলাকায় বাংলাদেশ রেলওয়ের লীজকৃত পুকুর ভরাট করে বসবাড়ী নির্মাণ করছে একটি চক্র। এই চক্রটি এর আগে অবৈধভাবে রেলওয়ের গাছ কেটে বিক্রি করার চেষ্টা করলে জনতার প্রতিরোধে গাছ ফেলে পালিয়ে যায় তারা। পরে রেলওয়ে কর্তৃপক্ষ গাছ উদ্ধার করে নিয়ে গেলেও কোন শাস্তিমূলক ব্যবস্থা না করায় এবার কর্তনকৃত গাছের মাটি ভরাট করে গৃহ নির্মাণের অপচেষ্টা করছে তারা। অভিযোগের তীর উঠেছে ওই এলাকার মৃত: ফরিদ উদ্দিন ওরফে ধরেয়া মামুদের পূত্র আফছার গং-এর বিরুদ্ধে।

জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে আফছার আলী ৩বছরের জন্য পুকুরসহ ১৫শতক জমি লীজ নেয়। গত ২৬ ফেব্রুয়ারি পুকুর পাড়ের   লাগানো রেলওয়ের গাছ কর্তনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে গাইবান্ধা জেলার বামনডাঙ্গা রেলওয়েতে কর্মরত সিনিয়র সাব এসিসটেন্স অফিসার কামরুজ্জামান ২৮ ফেব্রুয়ারি লোকবল নিয়ে গাছ উদ্ধার করে পিডবিøউডি ষ্টোরে জমা প্রদান করেন। সাক্ষি না থাকার অজুহাতে কোন আইনী পদক্ষেপ না নেয়ায় রেলের ভূ-সম্পত্তি এভাবেই দখলবাজি করা হচ্ছে।

এ ব্যাপারে আফসার আলীর সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোনকল কেটে দেন। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা পূর্ণেন্দু দেব জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কানুনগোসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়