১৯ আশ্বিন, ১৪৩০ - ০৪ অক্টোবর, ২০২৩ - 04 October, 2023
amader protidin

রংপুর সাহিত্য একাডেমি সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 months ago
67


নিজস্ব প্রতিবেদক:

সাহিত্য হোক সমাজ গঠনের অঙ্গীকার। এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বিকালে রংপুর সাহিত্য একাডেমির সাপ্তাহিক  সাহিত্য আসর, রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গোলাম সরওয়ার মির্জার সভাপতিত্বে কবিতা পাঠ করেন সংগঠনের উপদেষ্টা মাহবুবুল ইসলাম, বজলুর রশিদ,  সিনিয়র সহ-সভাপতি রওশন আরা সোহেলী, জেনিফার আলী, অর্থ সম্পাদক সুফি জাহিদ হোসেন, শাহজাহান আলী মন্ডল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শোয়েব দুলাল, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, সাহিত্য সম্পাদক এস এম শহীদুল আলম,  সহ সাহিত্য সম্পাদক সেলিনা সাত্তার শেলী,রমেনা বেগম রমা, যুগ্ম সম্পাদক পারভীন  আক্তার, পরিকল্পনা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ও এটি আহমেদ হিমু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহ্ আলম ও পারভীন আক্তার। উল্লেখ  থাকে যে, প্রতি শনিবার বিকালে টাউন হল চত্তরের রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে অনুষ্ঠিত হবে। আপনাদের উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সর্বশেষ

জনপ্রিয়