স্মার্ট গঙ্গাচড়া উপজেলা গড়তে কাপ-পিরিচ মার্কায় ভোট দিন: রাম জীবন কুন্ড

আমাদের প্রতিদিন
2024-12-05 01:18:38

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিনকে সমর্থন প্রদান করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখা। আগামী ২৯ মে কাপ-পিরিচ মার্কায় ভোট দিয়ে রুহুল আমিনকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন এ পরিষদের নেতৃবৃন্দ।  বুধবার (২২মে) সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানানো হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি রাম জীবন কুন্ড। বক্তব্যে তিনি বলেন, দারিদ্র ও বেকারত্ব মুক্ত, উন্নত, স্মার্ট গঙ্গাচড়া গড়তে আলহাজ্ব রুহুল আমিন এর কোন বিকল্প নেই। তাই হিন্দু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের ভোটারদের অনুরোধ জানাবো আলহাজ্ব রুহুল আমিনের কাপ-পিরিচ মার্কায় ভোট দেয়ার জন্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ধীমান ভট্টাচার্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দাস, সহ-সভাপতি ড. উত্তম কুমার সাহা।

সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি ক্ষ্যান্ত রানী রায়।

আরো বক্তব্য রাখেন গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার সরকার, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আশিকুজ্জামান লিটনসহ উপস্থিত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ রুহুল আমিন।