গোবিন্দগঞ্জে পাট ও পাট বীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2025-06-16 15:48:24

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাট ও পাট বীজ চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল। উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রাসেল মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা পাট সম্প্রসারণ অধিদপ্তরের  উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাদ্দাম হোসেন, অফিস সহকারী  আফরোজা আক্তার প্রমূখ। পরে উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদনে প্রশিক্ষণের গুরুত্ব,  তোষাপাট —৮ উফশী জাতের ভিত্তি পাট বীজ উৎপাদনে জমি নির্বাচন, জমি তৈরী এবং  পাটবীজ সংরক্ষণ ও বিপনন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি  কর্মকর্তা মেহেদী হাসান।