ফুলবাড়ীতে উদয়াঙ্কুর সেবা সংস্থা’র অবহিতকরণ সভা

আমাদের প্রতিদিন
2024-09-12 03:05:48

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইমপাওয়ারিং গার্লস এন্ড কমব্যাট চাইল্ড ম্যারেজ প্রজেষ্ট এর মাধ্যমে মেয়ে শিশুর দক্ষতা ও আয় বৃদ্ধিসহ বাল্যবিবাহ রোধকল্পে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

ইউএনও রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে ও উদয়াঙ্কুর সেবা সংস্থা’র উপজেলা ম্যানেজার রবিউল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এজাহার আলী,এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান, শামিমা আক্তার পারুল, শুভেচ্ছা বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, এ্যাকশন এইডের হেড অব প্রোগ্রাম এন্ড ইনগেজমেন্ট অফিসার কাজী মোর্শেদ আলম, উইমেন রাইটস এন্ড জেন্ডার ইক্যুইটি ম্যানেজার মরিয়ম নেছা, প্রকল্প ফোকাল আবদুল্লাহ আল মামুন প্রমূখ। প্রকল্পটি উপজেলায় মেয়ে শিশুর দক্ষতা ও আয় বৃদ্ধিসহ বাল্যবিবাহ রোধকল্পে কাজ করবে। এসময় বিভিন্ন শ্রেনী পেশার ৬৪ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন।