রাবিতে হল বন্ধের ঘোষণায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

আমাদের প্রতিদিন
2024-09-08 05:29:12

রাবি সংবাদদাতা:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইজিসি) কতৃক বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেওয়ার পরপরই জরুরি সিন্ডিকেট সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) বন্ধ ঘোষণা করে আজ দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে হল বন্ধের ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। এসময় শহীদ হবিবুর রহমান হলের প্রথম ব্লকের দ্বিতীয় ও তৃতীয় তলায় গিয়ে ছাত্রলীগের বেশ কয়েকটি রুমে ভাংচুর চালান শিক্ষার্থীরা এবং সেখানে রুমে থাকা বিছানাপত্র বাহির ফেলে অগ্নিসংযোগ ঘটান তারা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মেয়েদের হলগুলোর দিকে যান।

হল প্রহরীদের সাথে কথা বলে জানা যায়, শহীদ হবিবুর রহমান হলে যেসব রুমগুলোতে ভাংচুর চালান শিক্ষার্থীরা এর আগে গতকাল সেসব রুমগুলোতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের রুমে মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ ছাত্রলীগের এ রুমগুলোতে ভাংচুর চালান ও তাদের জিনিসপত্রে বাহিরে ফেলে অগ্নিসংযোগ করেন শিক্ষার্থীরা।

এর আগে, শিক্ষার্থীদের হল ত্যাগ না করতে বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে মাইকিং করেন শিক্ষার্থীরা। এসময় তারা সকল শিক্ষার্থীদেরকে একত্রিত হওয়ার জন্য আহবান জানান।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ সমাবেশ করছে। আমরা তাদেরকে অনুরোধ করবো তারা যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। রাষ্ট্র্রীয় সম্পদে যেন ক্ষয়ক্ষতি না করে। আমরা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি।