কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উলিপুর থানার সাব ইন্সপেক্টর গোলক চন্দ্র বর্মন জানান, শুক্রবার(২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় এলাকার মোন্নাফ মিয়ার শিশু কন্যা মীম (১১) ও হাবিবুর রহমানের শিশু কন্যা হাসি (৯) বাড়ির পাশে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে যায়। সঙ্গে হাসির দাদী হাসেনা বেগম (৬০) ছিল। গোসলের উদ্দেশ্যে ঐ দুই শিশু পানিতে ডুব দেয়।১৫ মিনিট অতিবাহিত হওয়ার পরও তাদের সাড়াশব্দ না পেয়ে হাসির দাদী চিৎকার শুরু করে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পানিতে খোঁজাখুঁজি শুরু করে। অদূরেই দুই শিশুর লাশ ভেসে ওঠে। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।