পীরগঞ্জে ধানের চারা রোপন নিয়ে মারামারি, তীর বিদ্ধ হয়ে দুই জন হাসপাতালে

আমাদের প্রতিদিন
2024-09-15 22:30:56

পীরগঞ্জ(ঠাকুরগমাঁও)প্রতিনিধি : 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমিতে ধানের চারা রোপন করাকে কেন্দ্র করে আদিবাসিদের সাথে স্থানীয় এক পরিবারের মারামারির ঘটনা ঘটেছে।

এতে কমপক্ষে ৭ জন আহত হয়েছে। এদের মধ্যে তীর বিদ্ধ দুই জনকে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিন মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু জানান, সকালে মাধবপুরে ১০ কাটা জমি দখলে নিতে আমন ধানের চারা রোপন করতে যায় ঐ এলাকার আদিবাসি মশে হাজদা ও তার লোকজন। এতে বাধা দেন আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা। উভয় পক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে আদিবাসিরা তীর ছুড়ে। তীর বিদ্ধ হন রাজ্জাক ও তার ভাই আনছার আলী। উভয়কে পীরগঞ্জ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, ঘটনার কথা শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।