নীলফামারীর কিশোরগঞ্জে শোক র‌্যালী অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-09-15 17:00:42

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শোকাবহ আগস্ট ২০২৪ উপলক্ষ্যে শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ এ শোক র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় সফি মিয়া মার্কেটে সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান।

সভাপতি বলেন, কোটা আন্দোলনের দাবি মেনে নেয়ার পরেও কোটা আন্দোলনের নামে দেশব্যাপী যে নৈরাজ্য চলছে তা মেনে নেয়ার মত নয়। এ অবস্থায় দলীয় নেতা—কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।