প্রবল বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরের ফুলবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ :সড়ক অবরোধ

আমাদের প্রতিদিন
2024-10-10 12:18:34

দিনাজপুর প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র—জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা ও মামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার (৩ আগষ্ট) বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেয় অভিভাবক ও সাধারন জনতাও।

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীরা শনিবার বেলা ১১টার পর দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার নিমতলা মোড়ে সমবেত হতে থাকেন। এরপর সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলবাড়ী পৌর এলাকার ঢাকা মোড়ে গিয়ে তারা অবস্থান কর্মসূচী শুরু করেন। এরপর আবার মিছিলটি নিমতলা মোড়ে এসে অবস্থান নিয়ে প্রায় ২ ঘন্টা দিনাজপুর—ঢাকা মহাসড়ক অবরোধ করে। এসময় আইনশৃংখলা রক্ষায় সেখানে পুলিশের পাশাপাশি অবস্থান বিজিবি সদস্যরা।