আপিল বিভাগের বিচারপতি ইনায়েতুর রহিম ও তার সহোদর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাড়ী ভাংচুর অগ্নিসংযোগ পুলিশের দুটি গাড়ীতে অগ্নিসংযোগ
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র পুলিশের সাথে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সুপ্রিম কোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও তার সহোদর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমে বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ, পুলিশের দুটি গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থতি নিয়ন্ত্রণে পুলিশ অসংখ্য টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড, সর্টগানের গুলিবর্ষন করেছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে আজ রোববার (৮ আগস্ট) সকাল ১০ টা থেকে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ডে জড়ো হয় শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের জনতা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের দিকে আসে। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘে্ট। দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর শহরের মুন্সীপাড়া এলাকায় পুলিশের দুটি গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর বিক্ষোভকারীরা দিনাজপুর জেনারেল হাসপাতাল সংলগ্ন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও তার সহোদর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র বাসভবনে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় দিনাজপুরে ৫ জন সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। এদিকে দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে অবস্থান এখনও বিক্ষোভ করছে আন্দোলনকারীরা