কাউনিয়ায় পথে পথে আনন্দ মিছিল

আমাদের প্রতিদিন
2024-10-11 15:26:05

কাউনিয়া (রংপুর) প্রতিনধি:

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার এ খবর পেয়ে কাউনিয়ায় পথে পথে জনস্রোত নিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষরা। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা বিভিন্ন ইউনিয়নে ও সদর, হারাগাছ পৌরসভার বিভিন্ন অলিগলি থেকে এসব মিছিল বের হয়। দলমত নির্বিশেষে সর্বস্তরের জনতা এই মিছিলে যোগ দেন। কাউনিয়া বাসস্ট্যান্ড মোড়ে ও হারাগাছ হকবাজার সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেল করে এসব মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থী, চাকরিজীবী, বয়োবৃদ্ধ সব বয়সীদের এই মিছিলে অংশ নিতে দেখা গেছে। এরআগে বেলা সাড়ে ১১ টার দিকে কাউনিয়া উপজেলা বাস্টস্ট্যান্ড মোড়ে ছাত্র জনতা শান্তিপুর্ন মিছিল ও সমাবেশ করেছে।