বিক্ষোভের নগরী হঠাৎ বিজয় উল্লাসের নগরীতে পরিনত

আমাদের প্রতিদিন
2024-10-09 18:33:53

বিজয় মিছিল থেকে ছাত্র-জনতার আওয়ামী লীগ নেতা ও বিভিন্ন স্থপনায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক:

বিক্ষোভের নগরী রংপুর সোমবার সাড়ে তিনটার সময় হঠাৎ যেন বিজয় উৎসবের নগরীতে পরিনত হয়। ওই সময় বিভিন্ন মাধ্যমে ছাত্র জনতার মাঝে খবর আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। এই খবর ছাত্র—জনতার মাছে পৌঁছিলে বিভিন্ন পাড়া মহল্লা থেকে ছাত্র—জনতা শহরের প্রতিটি সড়কে নেমে আসে। দেশের পতাকা হাতে শুরু হয় মিষ্টি বিতরণ, ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়সহ নানাভাবে বিজয় উল্লাসে মেতে ওঠে তারা।

এ খবর লেখা পর্যন্ত সন্ধ্যঅ সাড়ে ৬টা পর্যন্ত বিভিন্ন গ্রামাঞ্চল থেকে লোকজন ট্রাকে করে বিজয় মিছিল যোগ দেয় নরীতে। ছত্র—জনতার পাশাপাশি বিভিন্ন পেশার লোকজন,গৃহবধূসহ  শিশুদের কোলে নিয়ে অভিভাবকরাও বিজয় মিছিলে যোগ দেয়। নগরীর বিভিন্ন মিষ্টির দোকানে মিষ্টি মূহুর্তেও মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। তাই অনেকে মিষ্টি না পেয়ে চকলেট কিনে তা বিজয় মিছিলে আসা লোকজনের মাঝে বিতরণ করেন।

অপর দিকে বিজয় মিছিলকারী ছাত্র—জনতার মিছিল থেকে আওয়ামী লীগের মহরগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য ও রংপুর সমবায় ব্যাংকের চেয়ারম্যান চেয়ারম্যান তুষার কান্তি মণ্ডলের বাড়ি, আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের মহানগর কমিটির সদস্য রেজাউল ইসলাম মিলন, রংপুরের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান নাসিমা জামান ববির বাড়ি বিকেলে ছাত্র—জনতা ভাংচুর ও লুটপাট করে, দুপুরের পরপরই পীরগাছা উপজেলায় আওয়ামী লীগের উপজেলা কার্যালয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আল মাহমুদ মিলন, সভাপতি তসলিম উদ্দিনের ব্যক্তিগত কার্যালয়, পীরগাছা ব্যবসায়ী সমিতির কার্যালয়, যুবলীগ মাহমুদ ডায়েল এর কার্যালয়, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এর ব্যক্তিগত কার্যালয়, উপজেলা ভাইস চেয়ারম্যান শারেক খন্দকার জয় এর কার্যালয়, স্বাধীনতা চত্তরের বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর কেও আগুন ধরিয়ে দেয় বিজয় মিছিলকারী ছাত্র জনতা। এর আগে রেবাবার রাতে মিঠাপুকুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এইচন,এন আশিকুর রহমান, তারাগঞ্জ—বদরগঞ্জের সংসদ সদস্য আবুল কালাম মোহাঃ আহসানুল হক চৌধুরী ডিউক, বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরী টুটুল এর বাড়িতে হামলা ,ভাংচুর ও অগ্নি সংযোগ করে। মিঠাকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাযার্লয় ও উপজেলা পরিষদ ভবনে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ ছাত্র—জনতা।