কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের বিজয় মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-10-10 13:01:19

কুড়িগ্রাম প্রতিনিধি:   

গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বিজয় মিছিল ও গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার পতনের আন্দোলনে নিহত শিক্ষার্থী ও জনতাদের স্মরণে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামন থেকে একটি বিজয় মিছিল বের হয়। এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক অ্যাড. সাজ্জাদ হোসেন পলাশ, সদস্য সচিব প্রভাষক আবুল কালাম আজাদ, যুগ্ম সদস্য সচিব মিনারুল ইসলাম, নাগেশ^রী উপজেলা শাখার আহবায়ক মো. মোশারিফুল ইসলাম প্রমুখ।