নিজস্ব প্রতিবেদক:
রংপুর নগরীর শাপলা চত্বরে অবস্থিত রংপুর মহানগর ও জেলা জামায়াতে ইসলামির অফিসটি দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ ছিল। সরকার দলীয় লোকজন তাদের অফিস খুলতে দেয়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর মঙ্গলবার দুপুরে জামায়াত—শিবিরের নেতা—কর্মীরা অফিস খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। পরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে সাইনবোর্ড সাটানোও হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মীকে দেখা গেছে।