আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল উপজেলাকে আবার নতুন করে গড়ে তুলি শ্লোগানে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিরলকে একটা নতুন রুপ দেয়ার আহবান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বুধবার সকাল ১০টার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে যোগ দেওয়ার জন্য অনুরোধ করার পর সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
বিরল বাজার বকুল তলার মোড় হতে শুরু করে বিরল মডেল মসজিদ পর্যন্ত এ রিপোর্ট লেখাকালিন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চলমান ছিল। কর্মসূচি চলাকালীন সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে এবং মুহুর্তে উপজেলার সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠে। শিক্ষার্থীদের মহতী এ উদ্যোগকে সাধুবাদ জানায় সচেতন মহলের নেতৃবৃন্দ।