পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে সরকার পতনের পর পরই হিন্দু সম্প্রদায়ের কালী মন্দির সহ ৭ টি মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
গতকাল রাতে পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের সতীরঘাট কালী মন্দির, শিব মন্দির, সরস্বতী মন্দির,সৈয়দপুর ইউনিয়নের এলুয়া পুকুর কালী মন্দির, শিবপুর গ্রামের চন্ডী কালী মন্দিরসহ সেনুয়া তিলিপুকুর কালী মন্দিরে হামলা,ভাংচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে তারা।
এ বিষয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বলেন, সরকার পতনের পরপরই হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দিরে অতর্কিত ভাবে হামলা, ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় দূর্বৃত্তরা।এতে হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেক আতঙ্কের মধ্যে দিননিপাত করতেছে। আমরা তাদের বিচার চাই।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আলম বলেন আমরা নিজেরাই আত্মরক্ষায় আছি আপনারা সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন।
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, যারা এই সব মন্দির ভাংচুর করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।