পাগলাপীরে জামাত নেতা অধ্যাপক আব্দুল গণির মুক্তিতে আনন্দ মিছিল

আমাদের প্রতিদিন
2024-10-10 17:34:08

পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

কারাবন্দির পর জামাত নেতা অধ্যাপক আব্দুল গণির মুক্তিতে রংপুর সদর উপজেলার পাগলাপীরে আনন্দ মিছিল করেন। গত মঙ্গলবার রাত ১০টায় স্থানীয় জামাত শিবির সহ সর্বস্তরের শত শত মানুষজন কারামুক্ত অধ্যাপক আব্দুল গণি সহ সকল  কারামুক্তি  সদ্স্যদের গলায় ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিল  করেন। আনন্দ মিছিলটি পাগলাপীরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোলচত্ত্বরে গিয়ে এক সমাবেশের আয়োজন করেন। অনুষ্ঠিত সমাবেশে কারামুক্ত জামাত নেতা অধ্যাপক আব্দুল গণি আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন "বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের গণঅভূত্থানে সৈরাচারি শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা দ্বিতীয় বারের মতো দেশকে স্বাধীন করেছি। এই আন্দোলনে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের নিজেদের মধ্যে ব্যক্তি বেধাভেদ ভুলে দল মত নির্বিশেষে দেশের সম্পদ ও জনগনের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে হবে।