পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে পাওনা টাকা চাইতে গেলে এক অসহায় বিধবা মহিলাকে মারপিট করেছে প্রভাবশালী মোজাফফর আলী এবং তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার কাবিলপুর ইউনিয়নের নিজ কাবিলপুর গ্রামে।
নিজ কাবিলপুর গ্রামের মৃত শুকুর মিয়ার স্ত্রী রেবেকা বেগম গত ৩ বছর আগে ২ লাখ টাকা একই গ্রামের সোলাইমান আলীর ছেলে মোজাফফর আলীর জমি বন্ধক হিসাবে দেয়। টাকা দেয়ার পর থেকে দখল জমি না পেয়ে শুক্রবার সকালে উক্ত টাকা ফেরত চাইতে গেলে মোজাফফর আলী এবং তার স্ত্রী বিধবা মহিলাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
বিধবা রেবেকা বেগম জানান, মোজাফফর আলী তার জমি বন্ধক রেখে আমার কাছ থেকে ২ লাখ টাকা নিয়েছে। টাকা নেয়ার পর থেকে আমাকে বন্ধক জমি বুঝে দেয়নি। এমনকি গ্রহণকৃত টাকা গুলোও ফেরত দেয়নি। আমি টাকা চাইতে গেলে তিনি আমাকে বলেন ১ বছর পরে টাকা ফেরত দিব। টাকা দেবে বলে ৩ বছর সময় পার করেন। ঘটনার দিনে সকাল বেলা আমি তার বাড়িতে টাকা চাইতে গেলে মোজাফফর ও তার স্ত্রী জেসমিনসহ লোহার তালা দিয়ে আমাকে মারপিট করে। তাদের মারের আঘাতে আমি আর কিছু বলতে পারিনা।
স্থানীয় লোকজন বলছেন, মোজাফফর আলী সাধারণ অসহায় মানুষের কাছ থেকে জমি বন্ধকসহ লাভের উপর টাকা নিয়ে মানুষকে হয়রানি করে। শুক্রবার সকালে বিধবা বেবেকা বেগম কে একা পেয়ে বেদম মারপিট করে। পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয় এবং এ ঘটনার বিচার দাবি করেন তারা। মায়ের বিচারের জন্য ছেলে রেজাউল করিম প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।