কুড়িগ্রাম প্রতিনিধি:
স্বেচ্ছাচারিতা, দুনীর্তি, অশোভন আচরণ সহ বেশ কয়েকটি দাবী উল্লেখ করে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভিন এর পদত্যাগে এক দফার দাবিতে বিক্ষোভ করেছে ৫ শতাধিক সাধারণ শিক্ষার্থীর।
বুধবার সকাল ১১ টায় শিক্ষার্থীরা স্বাধীনতার বিজয় স্তম্ভ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা শিক্ষা অফিসের সামনে কুড়িগ্রাম—চিলমারী সড়কে ঘন্টা ব্যাপি অবরোধ করে। পরে জেলা প্রশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফকে স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক তাদেরকে আশ^স্ত করলে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেনেয়।
সানজিদা ইসলাম লিশা সহ কয়েকজন সিনিয়র শিক্ষার্থী এ আন্দোলন কর্মসুচির নেতৃত্বদেয়। তারা বলেন, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভিন দীর্ঘ ১০ বছর থেকে এ বিদ্যালয়ে একই পদে কর্মরত। ফলে এ বিদ্যালয়টিকি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছে। এর আগে তার একাধিকবার বদলী আদেশ হলেও তিনি উপর মহলে তদবীর করে কুড়িগ্রামেই থেকে যান। তিনি লালমনিরহাটে স্বামীর বাড়িতে বস্থান কেও মাঝে মধ্যে স্কুলে আসেন। ফলে স্কুলের শিক্ষার মান নিম্নমুখি।