রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ড্রাইভারে পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান

আমাদের প্রতিদিন
2024-10-09 17:19:27

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের  উদ্যোগে আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলাম (৫০) এর পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়। গতকাল বুধবার (২১ আগস্ট) বেলা ১২টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে মৃত ড্রাইভার তাজুল ইসলামের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু ।  এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, সড়ক সম্পাদক সাদেক আলীসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

আর্থিক সহায়তা গ্রহন করেন আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলাম বড় ছেলে আতিকুর রহমান ও ছোট ছেলে আব্দুর রহমান ।  উল্লেখ্যঃ গত সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে আগমনী গাড়ির চালক মৃত ড্রাইভার তাজুল ইসলাম তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।