ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্যোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩০ টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিজয় কনসার্ট বাংলাদেশ ২.০ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়াম হলরুমে এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্ববোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুল রহমান কনক, উপজেলা ত্রাণ পূর্ণবাসন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা নেতারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনেকে।