পীরগঞ্জে আবু সাঈদের কবর জিয়ারত করলো মাদ্রাসা শিক্ষক সমিতি

আমাদের প্রতিদিন
2024-10-11 01:39:15

নিজস্ব প্রতিবেদক:

রংপুর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার নির্দেশে বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুেও পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারত, দোয়া, পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত ও আর্থিক সহায়তা প্রদান করে সমিতির নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ—সভাপতি ও রংপুর জেলার আহবায়ক, শিক্ষক কর্মচারী ঐক্যজোট রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব মাওলানা মোহা: ইনামুল হক মাজেদী। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি রংপুর জেলা কমিটির সদস্য সচিব মাও: হোসেন সোহরাওয়াদীর্, যুগ্ম আহবায়ক মাও: নওশাদ আলী, যুগ্ম সদস্য সচিব মাও: আব্দুল মমিন জিহাদী, যুগ্ম সচিব ও তারাগঞ্জ উপজেলার নেতা মো: বাবুল হোসেন, সদস্য আখতারুজ্জামান তুফান,মাও:  ইউনুস আলী, রংপুর সদরের বড়বাড়ি দাখিল মাদ্রাসার সুপার মাও: আবেদ আলী, পাবর্তীপুর দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাও: সিরাজুল ইসলাম, হরকলি দাখিল বালিকা মাদ্রাসার সুপার মাও: আবু তালেব, রাজুখা শাকের আলী দাখিল মাদ্রাসার সুপার মাও: বদিউজ্জামান, পীরগঞ্জ উপজেলার উজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বেলাল হোসেন, গাইবান্ধা জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির আহবায়ক মাও: এনতাজ আলী চান, সদস্য সচিব মাও: মেহেদী হাসান, রংপুরের শিক্ষক নেতা বেলাল হোসেন প্রমুখ। পরে তারা আবু সাঈদের পাশে কবর জিয়ারত ও দোয়া করে পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি রংপুর জেলা এবং  বিভিন্ন উপজেলার  নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।