আকস্মিক বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে রংপুরে ভারত বিরোধী বিক্ষোভ

আমাদের প্রতিদিন
2024-10-10 13:27:50

নিজস্ব প্রতিবেদক:

ভারতের আগ্রাসন, চক্রান্ত করে ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তাসহ ৫৪টি ন্যায্য পানির হিস্যার দাবিতে রংপুরে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের ব্যানারে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।বৃহস্পতিবার নগরীর টাউন হলের মূল ফটকের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন।এ সময় 'ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও' 'পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি' 'দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা' 'ফিরিয়ে আনা দরকার, আমার নদীর অধিকার' —এরকম বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।প্রতিবাদ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি মোতাওক্কিল বিল্লাহ, তানজিম আলম তাসিন, নাহিদ হাসান, ইয়াসির আরাফাত,মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়সহ অন্যান্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, ভারতকে পরিষ্কারভাবে বুঝতে হবে আমাদের অশান্তিতে রেখে ভারতের শান্তিতে থাকার কোনো উপায় নেই। মোদি সরকারকে বুঝতে হবে—সে কি শেখ হাসিনার বন্ধু হয়ে থাকতে চায় নাকি বাংলাদেশের বন্ধু হয়ে থাকতে চায়।সে যদি শেখ হাসিনার বন্ধুত্বকে বেছে নেয় তাহলে তাকে বাংলাদেশের জনগণের শত্রুতাকে বেছে নিতে হবে।আমরা যেহেতু বাঁচতে শিখেছি, আমরা বাঁচার মতোই বাঁচবো। ২৪—এর এই ছাত্রসমাজ ভারতের আধিপত্যকে মেনে নিবে না। যে অধিকারের জন্য মাঠে নেমেছি, সেই অধিকার আদায় করেই আমরা ঘরে ফিরবো। সমাবেশে নগরীর বিভিন্ন কলেজ স্কুল থেকে আসা আন্দোলনকারী অংশ নেয়।