কাউনিয়া(রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা কামনা এবং দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় করা হয়। শুক্রবার কূর্শা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শিবু চারমাথা এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কূর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুর রহমান শহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খাজা আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, কাউনিয়া উপজেলার আহ্বায়ক এমদাদুল হক ভরসা, সদস্য সচিব এ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, যুগ্ন আহব্বায়ক যুগ্ন আহব্বায়ক রাকিবুল হাসান পলাশ, আব্দুর রহিম, জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, আক্তারুজ্জামান মন্ডল, আতিকুল ইসলাম সোহাগ, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ন আহব্বায়ক আলমগীর হোসেন, যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান উকিল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মোসাব্বের হোসেন, জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার নিপীড়ন—নির্যাতন চালিয়ে দেশকে জিম্মি করে রেখেছিল। মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে ছিল। ছাত্র—জনতার আন্দোলনের মুখে গনহত্যাকারী হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। আন্দোলনে ছাত্র—জনতার নিহত ও বিএনপি নেতাকর্মীদের হত্যার দায়ে শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে এনে বিচার করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতায় দোয়া করা হয়।