দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপের ২ বছর মেয়াদী নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ গ্রহন করেছেন।
শনিবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় মালিক গ্রুপের নিজস্ব কার্যালয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান দিনাজপুর পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রুপ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মোঃ আবুল কালাম আজাদ।
গত ১৭ আগস্ট দিনাজপুর পেট্রোল পাম্প ও জ¦ালানী তেল পরিবেশক মালিক গ্রুপের নির্বাচনে মোট ২১টি পদের সকলেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। এতে এডভোকেট এটিএম হাবিবুর রহমান সভাপতি পদে এবং আলহাজ¦ মোঃ রজব আলী সরকার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
কমিটির অন্যান্যরা হচ্ছেন—সিনিয়র সহ—সভাপতি পদে এজেডএম. মেনহাজুল হক, সহ—সভাপতি পদে আলহাজ¦ মোঃ মফিতুল্লাহ চৌধুরী বাবলা, সহ—সাধারণ সম্পাদক—আলহাজ¦ মোঃ আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ—আলহাজ¦ মোঃ শরিফুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক—আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম সেলু, সড়ক সম্পাদক—আলহাজ¦ মোঃ আলী হোসেন এবং ১৩টি নির্বাহী সদস্য পদে যথাক্রমে—আলহাজ¦ মোঃ গোলাম আযম কাজল, মোঃ জাহাঙ্গীর হক খান লাভলু, মোঃ রাহবার কবীর পিয়াল, মোঃ হুমায়ুন কবীর, আলহাজ¦ মোঃ নুরুল ইসলাম, আলহাজ¦ নাজির আহম্মেদ, রতন কুমার সাহা, মোঃ সাইফুর রহমান, মোঃ নুরুল হুদা বিপুল, মোঃ মানজুর রশিদ, হোসেন মোঃ রাউফুর রহিম, এএসএম মোর্শেদ আলম সুমন ও মোবাশে^র আহম্মেদ। নবনির্বাচিত এই কমিটি ২০২৪—২৫ এবং ২০২৫—২৬ মেয়াদে দায়িত্ব পালন করবেন।