কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কেওয়াইএসডিও সংগঠনের নির্বাহী পরিচালক সোহেল রানা।
শনিবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব ভুয়া অপপ্রচার রোধ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবী করেন সোহেল রহমান।
তিনি লিখিত বক্তব্যে বলেন, গত ২২ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামের ফেসবুক আইডি হ্যাক করে কতিপয় ব্যক্তি উদ্দে্যশ্য প্রণোদিত হয়ে মনগড়া মিথ্যা ও ভুল তথ্য দিয়ে সাম্প্রদায়িক ও ইসলাম বিরোধী পোষ্ট করেন। যার স্কীনসট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে। যা আমার দ্বারা সংঘটিত হয়নি। এ বিষয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি বলেন, আমি একজন মুসলিম পরিবারের সন্তান। আমার বাবা বিগত দিনে ইমামতি কাজে যুক্ত ছিলেন এবং এখনো ইসলামী শরীয়া মোতাবেক আমি ও আমার পরিবার নিয়মিত নামাজ— রোজা করে আসছি। আমি দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করছি। কিন্তু কিছু ব্যক্তি ঈর্ষান্বিত ভাবে নিজ কার্য চরিতার্থ করতে আমার ও আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও ভুয়া তথ্য প্রচার করে আমাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় করা হয়েছে। তিনি ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এসব গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করেন। সেই সাথে প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিচার দাবী করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সোহেল রানার বাবা সোলায়মান মিয়া ও তার স্ত্রী মোছা. কামরুন্নাহার কেয়া।