আহত জয়ের পাশে ছাত্রদল নেতা মামুন

আমাদের প্রতিদিন
2024-10-11 14:22:38

বৈষম্যবিরোধী আন্দোলনে

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

বৈষম্যবিরোধী আন্দোলনে সৈয়দপুর থানায় ৩দিন রিমান্ডে থাকা পুলিশের নির্যাতনে গুরুতর আহত কলেজছাত্র আবির হোসেন জয়কে দেখতে ছুটে যান, কেন্দ্রীয় সংসদ ছাত্রদলের সাবেক গণ সংযোগ বিষয়ক সম্পাদক ও তারাগঞ্জ উপজেলার কৃতি সন্তান এস এম মানুন অর রশিদ মামুন। রবিবার দুপুরে নীলফামারী সৈয়দপুর উপজেলার পৌর এলাকায় কয়ানিজ পাড়ায় আহত জয়ের বাসায় গিয়ে চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এর আগে গত বৃহস্পতিবার তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের রুপকার আবু সাঈদের গ্রামের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান। উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।