ছাগল ফসল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত স্কুল শিক্ষক

আমাদের প্রতিদিন
2024-10-10 22:17:48

হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

নীলফামারী ডিমলায় ছাগল ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষক আহত হয়েছে। গত শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি একই এলাকার মৃত সমশের আলীর ছেলে মোফিদুল ইসলাম (৪৮)। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন। আহতের ছেলে মা’আয বলেন, আমাদের পরিবারের সবাই আত্মীয়র বাসায় যাই। আমার বাবা ডিমলা বাজারে দুপুরে খাইতে যায়, এসময় বাড়ি ফেরার রাস্তার পাশে আমাদের ক্ষেতে ৩/৪ টা ছাগল ফসল খেয়ে নষ্ট করে। আমার বাবা মটরসাইকেল থামিয়ে ছাগলগুলো ক্ষেত হইতে তাড়িয়ে দিয়ে ছাগলের মালিক একই এলাকার মৃত আছিম উদ্দিনের ছেলে আব্দুল জলিলকে বিষয়টি জানায়। এসময় ছাগলের মালিক আব্দুল জলিলসহ তার স্ত্রী ক্ষিপ্ত হইয়া দেশীয় অস্ত্রেসস্ত্রে ও লাঠিসোটা নিয়ে অর্তকিত হামলা চালিয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং কুপিয়ে জখম করে। এসময় এলাকাবাসী ঘটনাস্থলে আসিয়া আহত স্কুল শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আমরা আইনের মাধ্যমে এর সঠিক বিচার চাই। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাসীস রায় বলেন, ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।