পীরগঞ্জে মামাসহ ১০ টি পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিল ভাগিনা

আমাদের প্রতিদিন
2024-10-03 11:51:43

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে মামাসহ ১০ পরিবারের যাতায়াতের রাস্তা অবরুদ্ধ করেছে ভাগিনা থানায় অভিযোগ। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুর পাড়া (বাগান)  এলাকায় মৃত আলিম উদ্দিন এর ছেলে জামাল মিয়া, মৃত কসের উদ্দিনের ছেলে মতিয়ার রহমান ও আতিয়ার রহমান, কুরানু সেখের ছেলে ওয়াজেদ আলী, আবু তাহের মিয়ার ছেলে রবিউল ইসলামসহ ১০ টি পরিবারের লোকজন গত ৩০ বছর থেকে বসবাস করে আসছে উক্ত গ্রামে।একই গ্রামের আব্দুল মতি মিয়ার ছেলে শাহ আলম পারিবারিক বিষয় নিয়ে গত ৮ আগষ্ট এ মামা জামাল উদ্দিনের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এতে করে প্রতিবেশী ১০ পরিবারের লোকজনের যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানাযায়, শাহ আলম জোরপূর্বক ভাবে সাধারণ বিষয় নিয়ে মামা পরিবারের রাস্তা বন্ধ করে দিয়েছে। দীর্ঘদিনের পুরাতন বাড়িতে অনেকগুলো অসহায় লোকজন বসবাস করছে। বাড়ি তৈরির আগ থেকেই অই পথে যাতায়াতের রাস্তা ছিল। এখন হঠাৎ করে শুনছি শাহ আলম রাস্তার জমিও না-কি কিনেছে।

অভিযোগকারী জামাল উদ্দিন জানান, কাঙ্গুর পাড়া গ্রামের আদিবাসীরদের কাছ থেকে বিগত ৩০ বছর আগে জমি কিনে বসতবাড়ি গড়ে তোলেন তিনিসহ সকল পরিবারের লোকজন । যাতায়াতের জন্য রাস্তা মৌখিক ভাবে দেয়া হয়েছিল এবং সেই হিসাবে সকল পরিবারের লোকজন এই পথেই যাতায়াত করে আসছে। তাদের ১৫ বছর পরে শাহ আলম ও আদিবাসী একই পরিবারের নিকট হইতে রাস্তা বাদ দিয়ে জমি কেনেন।  সেই মোতাবেক রাস্তার বিষয়টি নিশ্চিত করে পাকা বাড়ির নির্মাণ করে শহ আলম। প্রকৃত জমির মালিক আজও বলছেন যাতায়াতের রাস্তা বাদ দিয়ে জমি বিক্রি করা হয়েছে।  পারিবারিক দ্বন্দ্বের জের ধরে  ভাগিনা শাহ আলম গত ৮ আগষ্ট  সকালে সকল পরিবারের লোকজন কে গালাগালি করে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এলাকাবাসীর কথাও শুনছে না আপন ভাগিনা।

শাহ আলম ও তার পরিবারের লোকজন বলছেন, আমরা জমি কিনে বাড়ি বানিয়েছি কাউকে রাস্তা দেওয়া জন্য জমি কিনি নাই। সার্ভেয়ার দিয়ে জমি মাপ যোগ করে দেখা যায় রাস্তার জমিও তাদের মধ্যে রয়েছে বলে তারা দাবি করেন।

১৪ নং চতরা ইউনিয়ন বিট পুলিশের এ এস আই মোয়াজ্জেম হোসেন এর সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে সঠিক ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।