তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় সন্ধ্যা রানী (৬৫) নামের বৃদ্ধা নিহত হয়েছেন। এঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার কুর্শা ইউনিয়নের হাড়িকাটা গ্রামে।
সোমবার সকাল সাড়ে ১০টায় রংপুর—দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টায় নিজ বাড়ি থেকে রিকশাভ্যানযোগে দুই নাতনিকে নিয়ে সন্ধ্যা রানী তারাগঞ্জ বাজারে নতুন গরমের জামা কেনার জন্য বের হন। রংপুর—দিনাজপুর মহাসড়ক দিয়ে রিকশাভ্যানটি উপজেলা পরিষদের সামনে পেঁৗছলে সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরগামী একটি মাইক্রোবাস তাদের রিকশাভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সন্ধ্যা রানী। এ সময় শিশু অনুপম রানী, অনু রানী, যাত্রী ময়না রানী (৩৪), রিকশাভ্যান চালক ডালিম রায় গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরিফূল ইসলাম। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন বৃদ্ধা নিহত হয়েছেন। মাইক্রোবাসটি তারাগঞ্জ চৌপথী এলাকায় রেখে চালক পালিয়ে গেছে। দুমড়ে—মুচড়ে যাওয়া রিকশাভ্যান ও মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে আছে।