ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু

আমাদের প্রতিদিন
2024-10-10 23:48:25

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু উপজেলার বামনের বাজার সুজানেরকুটি গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে ও মেয়ে সিফাত হোসেন (৬) ও মোছাঃ রিয়া মনি (১০)। ঘটনাটি ঘটে সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে তাদের নিজ বাড়ীর পাশের পুকুরে। 

স্থানীয়রা জানান, সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নিহত সিফাত হোসেন ও রিয়া মনি দুই ভাই বোন মিলে তাদের বাড়ীর পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। খেলার নেশায় কোন এক সময় ছোট ভাই সিফাত পুকুরের পানিতে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছিল। এমন দৃশ্য দেখে বড় বোন রিয়ামনি ভাইকে উদ্ধারের জন্য পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়ে। পড়ে ভাই বোনকে জড়িয়ে ধরলে দু’জনেই পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়। এদিকে সন্ধা সাড়ে ৬ টার দিকেও দুই ভাইবোন বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকে তাদের। এক পর্যায়ে রবিউল ইসলামের স্ত্রী পুকুর পাড়ে গিয়ে দেখতে পান তার সন্তান সিফাতের মরদেহ পুকুরের পানিতে ভাসছে। তার মায়ের আত্মচিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা এসে তার লাশ উদ্ধার করে। এরই মধ্যে আবার অনেকে দেখতে পান রিয়া মনির স্যান্ডেল পুকুর পাড়ে। লোকজনের সন্দেহ হলে গভীর পুকুরে জাল ফেলে খুজতে থাকে। এক পর্যায় এসে রিয়া মনিরও লাশ জালের মধ্যে আটকিয়ে যায়। পরে সেটিও উদ্ধার করে স্থানীয়রা। এঘটনায় নিহত দুই শিশুর পরিবারসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলবাড়ী ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।