চিলমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা

আমাদের প্রতিদিন
2024-10-10 23:18:53

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে নানা অনিয়মের অভিযোগ তুলে শরীফেরহাট এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ এর পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। গত ১সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে তারা।

মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে ব্যানার হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বরে এসে সমাবেশ করে।এ সময় প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে পরিষদ প্রাঙ্গন।পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম,স্বেচ্ছাচারিতা,নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ও তার পদত্যাগের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারকলিপি প্রদান করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শরীফেরহাট এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ নিজেকে নির্দোষ দাবি করে বলেন,উপজেলা নিবার্হী অফিসার মিনহাজুল ইসলাম স্যারের সাথে কথা হয়েছে।তিনি শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি মিনহাজুল ইসলাম জানান, শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ সম্বলিত স্বারকলিপি পেয়েছি। যা উর্ধ্বতন কতৃর্পক্ষের নিকট পাঠানো হবে।