চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে মোঃ জেলাল হোসেন(৪০)নামে এক রাজ মিস্ত্রির বিরুদ্ধে চকলেটের লোভ দেখিয়ে ৫বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।গত রোববার বিকেলে উপজেলার মজাইডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।বর্তমানে শিশুটি চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এঘটনায় শিশুটির মা চিলমারী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে,মজাইডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর এক শিক্ষার্থী স্কুল মাঠে খেলা—ধুলা করছিল।এসময় অভিযুক্ত জেলাল হোসেন শিশুটিকে বিস্কুট ও চকলেটের লোভ দেখিয়ে তার বাড়ীতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।এসময় গোপনাঙ্গে রক্তপাত দেখে শিশুটি চিৎকার করতে থাকলে লম্পট জেলাল পালিয়ে যায়।পরে শিশুটি বাড়ীতে গিয়ে তার মাকে জানালে তাকে দ্রুত চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মো.আবু রায়হান বলেন,‘প্রাথমিকভাবে মনে হয়েছে,শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।বর্তমানে শিশুটি শারীরিক ভাবে সুস্থ রয়েছে।’
চিলমারী থানার অফিসার ইনচার্জ প্রাণ কৃষ্ণ দেবনাথ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।