দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলার পল্লীতে মোটরসাইকেল ও মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত হয়েছে আইনুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তি। এসময় পালিয়েছে অপর ২ জন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিহত আইনুল ইসলামের লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।
নিহত আইনুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া মাঝিপাড়া গ্রামের মহিরউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ঝানজিরা গ্রামে জাফর ইসলামের বাড়ী থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল চুরি করে পালিয়ে যাচ্ছিলো তিনজন। এসময় টের পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। অপর দুজন পালিয়ে গেলেও মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ ধরা পড়ে আইনুল ইসলাম। পরে জনতার গণপিটুনীতে আইনুল ইসলাম নিহত হয়। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে ঘটনাস্থলে গিয়ে কোতয়ালী পুলিশ তার লাশ উদ্ধার করে।
কোতয়ালী থানার এস.আই রবিউল ইসলাম জানান, মঙ্গলবার ঝানজিরা সাহাপাড়া গ্রামের জাফরের বাড়ীর পেছনে কাঁচা রাস্তা থেকে আইনুল ইসলাম নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে একটি মোবাইল ফোন নিহত আইনুল ইসলামের। অন্য দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেলটির মালিকানা দাবী করে জাফর ইসলামের পরিবারের সদস্যরা।
কোতয়ালী থানার ওসি মোঃ ফরিদ হোসেন জানান, স্থানীয়রা জানান—চুরির অভিযোগে গণপিটুনিতে ওই ব্যাক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এই ঘটনায় নিহত আইনুলের পিতা মহির উদ্দিন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে কোতয়ালী থানা একটি মামলা দায়ের করেছেন।