পর্দার হাসিনা কোথায় আছেন

আমাদের প্রতিদিন
2024-10-07 13:24:13

বিনোদন ডেস্ক :

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়। বাংলাদেশে তার অভিনীত ছবি ‘শাহেনশাহতে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন।

ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগালের নির্দেশনায় কাজ করেছিলেন তিনি। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির পর্দায় তিনি হয়েছিলেন শেখ হাসিনা। এটাই তার করা শেষ ছবি।

নুসরাতকে চলতি বছর জাতীয় নির্বাচনের পর থেকে আর কোথাও দেখা যাচ্ছে না। না কোনো সিনেমায়, না কোনো অনুষ্ঠানে।  এখন কোথায় আছেন পর্দার এই হাসিনা? তবে তাকে পাওয়া গেছে অনলাইন জুয়ার বিজ্ঞাপনে, যা দেখে বিস্মিত হয়েছেন তার পরিচিত ও ভক্তদের অনেকে!

সম্প্রতি সেই অ্যাপের প্রচারণামূলক গানে নাচ করতে দেখা গেছে তাকে। ‘সবাই মিলে খেলব, আনন্দ করে ফিরব, সাবধানে খেলে যাব...’ কথার গানটি যেন কোনো সিনেমার আইটেম গান! গানের শেষাংশে তাকে বলতে দেখা গেছে, ‘প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলায় আমি ভীষণ রোমাঞ্চিত।’

তার সঙ্গে যোগাযোগ করা হলে এই অভিনেত্রী বলেন, ‘দেশের বাইরে আছি, ভালো আছি। মাসখানেকের বেশি বিদেশে বেড়াতে এসেছি।’