সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
2024-10-11 15:03:35

মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা(নীলফামারী):

সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে  নীলফামারীর ডিমলায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার শুটিবাড়ি মোড় স্মৃতি অম্লানে সকল সাংবাদিক সংগঠন এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এসময় দৈনিক সংবাদ পত্রিকার ময়েন কবির’র সভাপতিত্বে ও দৈনিক যুগের আলো পত্রিকার মোহাম্মদ আলী সানুর সঞ্চালনায় কর্মসূচিতে দৈনিক খোলা কাগজ পত্রিকার লেমন ইসলাম, দৈনিক মানবকন্ঠ পত্রিকার বাদশা সেকেন্দার ভুট্টু,দৈনিক নয়া দিগন্তের রেজোয়ান ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এসময় ডিমলা উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে সাংবাদিক নেতারা সাইবার সিকিউরিটি অ্যাক্টসহ গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিল, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সাংবাদিক হত্যার বিচার ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং বিগত সরকারের বন্ধ ঘোষিত সকল গণমাধ্যম খুলে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের নিকট দাবি জানান। তারা আরো বলেন, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারী সাংবাদিক দম্পতি সাগর-রুনি কতিপয় দুবৃত্তের হাতে নির্মম ভাবে নিহত হন। এই হত্যার কোন দৃশ্যমান অগ্রগতি এ পর্যন্ত হয়নি। এটা খুবই দুঃখজনক। এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচারের মুখোমুখির দাবিসহ ডিমলা উপজেলার তিন সাংবাদিকের উপর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটির নিষ্পত্তি এবং এ পর্যন্ত  দেশের ৬৪ জন সাংবাদিক যারা হত্যার শিকার হয়েছে এসব সাংবাদিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।