দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রাহুলকে হত্যার অভিযোগ

আমাদের প্রতিদিন
2024-10-06 12:56:25

সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের বিরুদ্ধে আরও একটি মামলা

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রাহুল (১৭) কে হত্যার অভিযোগে দিনাজপুর কোতয়ালী থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তার বড়ভাই সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এম. এনায়েতুর রহিমসহ ১০৫ জনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেছেন দিনাজপুর শহরের পাক পাহাড়পুর মহলার মোঃ রেজাউল করিমের ছেলে মোঃ রিয়াদ। মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ৫ থেকে ৬’শ জনকে। এর আগে একই ঘটনায় কোতয়ালী থানায় আরও দুটি মামলা দায়ের করা হয়। আসামী হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা অধিকাংশই আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী।

শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল (১৭) দিনাজপুর সদর উপজেলার মহারাজপুর বিদুরসাই উত্তরপাড়া গ্রামের মোঃ মোসলেমউদ্দীনের ছেলে। গত ৯ আগস্ট দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাহুল।

মামলার এজাহারে বাদী মোঃ রিয়াদ উল্লেখ করেন, সারাদেশের ন্যায় দিনাজপুরে স্কুল—কলেজের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজপথে নামে। গত ৪ আগস্ট শিক্ষার্থীরা দুপুর ১২ টা থেকে সাড়ে ১২টায় দিনাজপুর জিলা স্কুলের সামনে আসলে তৎকালীন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও তার সহোদর তৎকালীন বিচারপতি এম. এনায়েতুর রহিমের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপড়ে চড়াও হয়। তারা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসস্ত্রসহ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় শিক্ষার্থী রাহুল ও আমিসহ (মামলার এজাহারকারী মোঃ রিয়াদ) বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকি। সেখানে অবস্থানরত স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর জেনারেল হাসপাতালসহ এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। পরে আগ্নেয়াস্ত্রধারী আসামীরা এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে হুমকী দিলে গুরুতর জখম রাহুল জীবন বাঁচাবার জন্য চিকিৎসা নিয়ে বাড়ীতে চলে যায়। পরবর্তীতে রাহুলের অবস্থার অবনতি হলে ৭ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টায় রাহুলকে পুনরায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট রাহুলের মৃত্যু হয়।

এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ওসি ফরিদ হোসেন বলেন, বুধবার একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং—১১/৫৫৫, তাং—০৪/০৯/২০২৪ ইং। ধারা—১৪৩/১৪৭/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/১০৯/৩৪, পেনাল কোড—১৮৬০। মামলার তদন্তভার কোতয়ালী ইন্সপেক্টর দেওয়ান সাহিদ জামানকে দেয়া হয়েছে।

একই ঘটনায় এর আগে গত ২৫ আগস্ট রাহুলের বড় ভাই মোঃ ফরিদুল ইসলাম জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ৩১ জনের নাম উল্লেখ করে একটি এবং গত ১৯ আগস্ট দিনাজপুর উপশহর এলাকার সাহারউদ্দিনের ছেলে মো. রুহান হোসেন সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা দায়ের করেন। শিক্ষার্থী রাহুল হত্যার অভিযোগে এ নিয়ে কোতয়ালী থানায় মামলা দায়ের হলো তিনটি।