ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ তিন চোর আটক

আমাদের প্রতিদিন
2024-10-01 18:09:21

গঙ্গাচড়া প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায়  ছাগল চুরি করে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল ও ছাগলসহ তিন ছাগল চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব মান্দ্রাইন গ্রামে।

ওই তিন ছাগল চোরদের নাম ইয়াসিন আলী (২৬),শাকিল ইসলাম (২৪) ফরহাদ হোসন (২৫)

তাদের বাড়ি রংপুর মহানগরীর ৫নং ওয়ার্ডের হারহাটি গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার  বিকেলে রাস্তার ধারে ঘাঁস খাচ্ছিল একটি ছাগল সে সময় এই তিন ছাগল চোর ছাগলটিকে মোটর সাইকেলে তুলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন বুঝতে পেরে তাদের আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  প্রাথমিক চিকিৎসা শেষে থানা নিয়ে আসেন।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল  থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান জানান, ‘ ছাগল চোর আটকের কথাশুনে সেখানে পুলিশ পাঠিয়ে দিয়ে ওই তিন ছাগল চোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।