শহীদি মার্চ পালনে রাজশাহীতে ছাত্র-জনতার ঢল

আমাদের প্রতিদিন
2024-10-02 03:13:21

রাবি সংবাদদাতা:

ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা “শহীদি মার্চ” কর্মসূচিতে অংশ নিতে ছাত্র—জনতার ঢল নেমেছে রাজশাহীতে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) “শহীদি মার্চ” এ অংশ নিতে দুপুর ৩টা থেকেই রাজশাহীর তালাইমারি মোড়ে জড়ো হতে থাকেন রাজশাহী বিশ^বিদ্যালয় এবং রাজশাহীর সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শহীদি মার্চে শহীদদের স্মরণ করে ছবি, প্ল্যাকার্ড ও বিভিন্ন নিয়ে নানা রকম স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। এসময় “শহীদদের স্মরনে, ভয় করিনা মরণে,” “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,” “আবু সাইদ—মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,” “জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে,” “লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে” এরকম নান স্লোগান দেন তারা।

কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া মেশকাত চৌধুরী বলেন, স্বৈরশাসক ফ্যাসিবাদী হাসিনাকে আমরা যেভাবে টেনে হিঁচড়ে বিতড়িত করেছি, আগামীতে যদি কেউ এরকম করে, তাহলে ছাত্র জনতা আরও তাকে বিতাড়িত করবে। দেশটাকে গঠন করতে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। গত ১৫ বছর ধরে হাসিনা তার লোকজন নিয়ে দেশটাকে লুটেপুটে খেয়েছে, ১৯৭১ সালে দেশটা যখন স্বাধীন মুজিব তখন বলেছিল এতদিন অন্যরা খেয়েছে এখন আমার লোকেরা খাবে। এখন আপনারা যদি বলেন এতদিন আওয়ামী লীগ খেয়েছে এখন ছাত্ররা খাবে, এটা কখনোই বলা যাবে না। আমাদের হাজারো ভাই জীবন দিয়েছে দেশটাকে গড়ার জন্য। তাই এই রক্তের সাথে বেইমানি করবেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাশেদ রাজন বলেন, ২৪ এর এই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করা। জনসাধারণের বাংলাদেশ তৈরি করা। বাংলাদেশ গণসাধারণের বাংলাদেশ না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতে থাকবে।