কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আমাদের প্রতিদিন
2025-06-06 08:47:31

কুড়িগ্রাম প্রতিনিধি: 

বহু ভাষায় শিক্ষার প্রসার পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা এ প্রতিপাদ্যে কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।র‌্যালি শেষে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।এসময় ২২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মাসউদুর রহমান,পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পুবন আকতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন ।এতে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা তাদের অভিমত প্রকাশ করেন।