নিজস্ব প্রতিবেক:
চার হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব—৪। গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকার সাভার এলাকা থেকে তাকে আটক করা হয়। এমন তথ্য নিশ্চিত করেছেন র্যাব—১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা সালমান নুর আলম।
জানাগেছে, তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রংপুর সমবায় ব্যাংকের চেয়ারম্যান। গত ৫ আগস্ট ছাত্র—জনতার গণঅভূত্থানে প্রধানমন্ত্রীর ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তুষার কান্তি মন্ডলসহ অধিকাংশ নেতাকর্মী। তার বিরুদ্ধে রংপুরে ৪টি হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার তাকে রাজধানীর ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করে র্যাব—৪ এর একটি অভিযানিক দল। গ্রেফতারের পর তাকে র্যব—১ এর নিকট হস্তান্তর করা হয়। তাকে নিয়ে র্যাব—১৩ এর সদস্যরা রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।