কিশোরগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2024-11-09 04:31:54

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়েছে। সচেতনতা নয় আইন কঠোর হলে বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব-এ প্রতিপাদ্যে   ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কিশোরগঞ্জ এপির সহযোগিতায় ।বুধবার দুপুরে  উপজেলার রণচন্ডী স্কুল ও কলেজ চত্বরে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অনেক যুক্তি তর্কে বাল্য বিবাহ প্রতিরোধের বিষয়ে আলোচনা করেন দুই পক্ষ ।বিতর্ক প্রতিযোগিতা শেষে রণচন্ডী স্কুল ও কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি হক, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চাম্বুগং। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।