রংপুরে আ.লীগ নেতার বাড়িতে  টিসিবির পণ্য  বিক্রির অভিযোগ

আমাদের প্রতিদিন
2025-06-21 15:12:47

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিনের বাসায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় তুমুল আলোচনা হচ্ছে।

রোববার  সকালে রংপুর নগরীর মুলাটোল এলাকায় নিজ বাড়িতে টিসিবির পণ্য দেখা যায় ডিলার একে এম শাফিনুর মমতাজের বাসায়। তিনি রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিনের ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  নিচ তলায় একটি কক্ষে চাল ডাল ও তেল নিয়ে বসে আছে দুইজন। আর বাহিরে নারী-পুরুষের ৩টি লাইন হয়ে দাঁড়িয়ে আছে। হাতে টিসিবির পণ্য নেয়ার কার্ড রয়েছে। এলাকাবাসী অভিযোগ করছেন এই নামে এর আগে কখনো মুলাটল বা রসিকরে  ২০ নং ওয়ার্ডে কখনো টিসিবি পণ্য বিতরণ করা হয়নি। হঠাৎ করে নিজ বাসায় পৃথিবীর পণ্য বিতরণের উদ্দেশ্যটা কি জানেন না এলাকাবাসী।

টিসিবির পণ্য বাসায় বিক্রির বিষয় জানতে চাইলে, একে এম শাফিনুর মমতাজ ট্রেডাসের    ডিলার ও মালিক একে এম শাফিনুর মমতাজ বলেন, আমাকে সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে নিজ বাসায় বিতরণ করতে। তাই আমি বাসায় কার্ড নিয়েই নিয়ম অনুযায়ী বিতরণ করছি।

এক পর্যায়ে একে এম শাফিনুর মমতাজের ডিলারশিপের কাগজপত্র যাচাই-বাছাই করতে দেখা যায় সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে প্রায় চার মাস আগে।

নাম না প্রকাশ শর্তে একজন বৃদ্ধ বলেন, এর আগে কখনো দেখিনি এই ডিলারকে টিসিবির  পণ্য বিতরন করতে। হঠাৎ রোববার  সকালে দেখি নিজ বাসার একটি কক্ষে টিসিবির পণ্য বিতরণ করতে ।

এ বিষয়ে সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও তার অফিসকক্ষে পাওয়া যায়নি এবং মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।